বৈষম্য দুর হোক
নিপা বিশ্ববিদ্যালয়ে পড়ে।ওর বাবা তাদের এলকায় মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষকে জ্ঞান দান করে দেশ সম্পর্কে সচেতনতা তৈরী করে।
কিন্তু আজকে নাসিম সাহেব দোকানে বসে গল্প করছে।আমি মোঃনাসিম,আমার বাবা মুক্তিযোদ্ধা সাত্তার আপনারা জানেন আমার বাবা মুক্তিযুদ্ধ করার জন্য বিয়ের মঞ্চ ছেড়ে চলে গিয়েছিল।
অথচ আমার মেয়ে নাকি রাজাকারের সন্তান।আমার বয়স ৪১ বছর আর আমার বাবার বয়স ৬৬ বছর।আমার বাবা মুক্তিযুদ্ধ থেকে ফিরে আমার মাকে খুজেছেন।
অবশেষে তিনি স্বাধীনতার পাঁচ বছর পরে আমার মাকে খুজে পান।এবং সেইদিনি কাজী ডেকে আমার বাবা মাকে বিয়ে করে।
তার দুই বছর পরে আমার জন্ম।
আমার বাবা সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করেন।আমিও আমার মেয়েকে সে শিক্ষা দিয়েছি।
আমার মেয়ে একদিন তার দাদাকে বলছিলো দাদু তোমরা মুক্তিযুদ্ধ করেছো বলে কি দেশটাকে লিজ নিয়ে নিয়েছো।
কেনরে
তানাহলে এত বৈষম্য কেন।
তোমরা কি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে। নাকি অন্যায়ের চাকা গতিময় করতে যুদ্ধ করেছিলে।
Excuses make life miserable.
No comments