আত্মহত্যার সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবেন কিভাবে
পত্রিকার পাতা উল্টাতে গিয়ে আত্মহত্যা নিয়ে বেশ বড়ো বড়ো আর্টিকেল চোখে পরে নিয়মিত। আত্মহত্যা এখন যেন একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরের সংবাদ বিশ্লেষণ করলে দেখা যাবে আত্মহত্যার প্রবনতা দিন দিন বেড়েই চলেছে।
আত্মহত্যার পথ থেকে মানুষকে ফিরিয়ে নিয় আসার জন্য না দেখি পত্রিকার পাতায় কোন ভালো লেখা না দেখি কোন সচেতনতামূলক ক্যাম্পেইন। ইলেকট্রনিক মিডিয়াতেও কোন টকশো বা কোন শিক্ষামুলক অনুষ্ঠান চোখে পরে না।বরং ইলেক্ট্রনিক মিডিয়া গুলো রং মাখিয়ে অনেকটা কাহিনী আকারে আত্মহত্যার খবর উপস্থাপন করে।
আমাদের দেশের সংবাদ মাধ্যম গুলো মানুষকে সচেতন করতে কোন অবদান রাখুক আর না রাখুক মানুষকে নিয়ে তামাশা করার দায়িত্বটা পালন করে অক্ষরে অক্ষরে।
আত্মহত্যার প্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে আমাদের সবাইকে সচেতন হবে।
You are stronger than you think, Every challenge is an opportunity for personal growth.
আমাদের চারপাশের কিছু ব্যপার মাথায় নিলে আত্মহত্যার প্রবনতা কমে আসার সম্ভাবনা রয়েছে। যেমন হিরো আলমের একটা বাক্য মনে করলে কেউ আত্মহত্যার পথে পাঁ বাড়ানোর মতো বোকামী করবে না।সে অনেক সুন্দর করে বলেছে-আমি তো মানুষের লাত্থি উষ্টা খাইয়া বেঁচে আছি, আপনার শিক্ষিত হয়ে আত্মহত্যার পথে পাঁ বাড়ান কেন। একজন হিরো আলমকে নিয়ে সবাই ট্রোল করে, সে হিরো আলমই আত্মহত্যা থেকে বের হওয়ার ব্যপারে এতো সুন্দর একটা মন্তব্য করেছে।
এই মন্তব্য আমার কাছে তো ভালো লেগেছে। তবে যারা আত্মহত্যার এ্যাটেম্ট নেয়া বা আত্মহত্যাকরীদের দলে নাম লেখনোর ইচ্ছা পোষন করো, তাদের তো বেশ খারাপ লাগার কথা, আর এই খারাপ লাগার সাথে সাথে এই পথে না হেটে জীবনকে নিয়ে সামনে এগোনোর চেষ্টা অব্যহত রাখার সংগ্রামে ঝাঁপিয়ে পরার কথা।
If any difficulties come in your life, then do not be disappointed. Just think It's okay to not be okay for your life. Reach someone out for help; you don't have to face this alone. You will see that your problem will be solved in a short time.
আত্মহননের পথ বেছে নেয়ার পরে মানুষকে তুমি কি ম্যাসেজ দিয়ে যাচ্ছো। তুমি যে পৃথিবীর কাছে কিছু না পেয়ে পালাতে চাচ্ছো, তুমি কি পৃথিবীকে কিছু দিতে পেরেছো। না তোমার আত্মহনের মাধ্যমে কিছু দিয়ে যেতে পারবে। আত্মহননের মাধ্যমে তুমি নিজেও কিছু পাবা না, এবং পৃথিবীকেউ কিছু দিয়ে যেতে পারবে না।
Hope is a powerful force in our human life. Just hold on, brighter days are coming.
সুতরাং তোমার জীবনের মুল্যটা বুঝতে হবে। মাঝে মাঝে জীবন নিয়ে চিন্তা করতে হবে; জীবন নিয়ে পৃথিবীতে আসার মুল কারণ কি তা খুঁজে বের করতে হবে। যদি কারণ খুঁজে বের করতে পারো, তাহলে তোমার মাথা থেকে আত্মহত্যার ব্যপারটা আজীবনের জন্য মুছে যাবে।
পৃথিবীতে কত ভাবেই মানুষ মারা যায়, তবে তাদের মধ্যেঁ বেঁচে থাকার যে আকুতি তা যদি একবার দেখো তাহলে বুঝবে জীবনের মূল্য কতটা হতে পারে।
We all deserve happiness but to be happy we have to be patient. Suicide is not the solution but real happiness lies in enjoying life by solving problems.
সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, এটা থেকেই কিন্তু বুঝা যায় আমাদের মধ্যে দায়িত্ববোধ থাকা জরুরী। কারণ আমরা সবকিছু বুঝি। সবকিছু বুঝার পরেও যদি নিজেদেরকে অজ্ঞতার বেড়াজালে আটকে রেখে আত্মহত্যার পথে পা বাড়ায় তাহলে তো আমাদর মানুষ হিসেবে কল্পনা করাটাও কঠিন ব্যপার।আত্মহত্যা করার পূর্বে কাউকে দোষ দেয়াটা একটা অজ্ঞতার পরিচয়। কোন জ্ঞান সম্পন্ন মানুষ কখনোই আত্মহননের পথ বেছে নিতে পারে না
No comments