Header Ads

The dead soul and the ruthless ruler

হে আত্মা তুমি মৃত প্রায়,তোমার ক্যান্সার হয়েছে। এ অসুখ থেকে তোমার ফিরে আসার কোন রাস্তা নেই; তোমার যাত্রা কেবল কবরের পথে।

পৃথিবীতে বসবাসকারী মানুষ গুলো তাদের অন্য ভায়ের ব্যপারে একেবারেই উদাসীন। পৃথিবীর এক প্রান্তে সে আরাম আয়েশে জীবন অতিবাহিত করছে।
এই পৃথিবীতে কত মানুষ নির্যাতিত হচ্ছে। যে নির্যাতনের ভয়াবহতা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। প্রতিদিন ঝড়ছে কতশত প্রাণ, আমরা যেন কিছুই জানি না। আমাদের ভাব দেখলে মনে হয়, তাদের মৃত্যুটা খুবই স্বাভাবিক মৃত্যু।
আমাদের মনে হয়, তাদের ভাগ্যে এই কষ্ট লিখা আছে। যার কারণে তাদেরকে জীবন দিতে হচ্ছে। আমরা কিছু করলেও তাদের মৃত্যুর পথ থেকে ফিরে আসার কোন পথ নেই।

কোথায় আমরা তাদের পাশে দাঁড়াবো তা না আমরা তাদেরকে দুর্বল করতে ভূমিকা রাখছি। আমরা বিভিন্নভাবে তাদের বিপক্ষে ফতোয়াবাজী করছি। যে ফতোয়া আমার ভাইয়ের রক্তের বিপক্ষে যায়; সেই ফতোয়াকে আমি অস্বিকার করি। যে ফতোয়া আমার ভায়ের শাহাদাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে; আমি সে ফতোয়া দাতার মুখে থুতু নিক্ষেপ করি। আমরা বেমালুম হয়ে জীবন কাটাচ্ছি, আমাদের ঘুম পাচ্ছে। আমাদের ঘুম সেদিন ভাঙবে; যেদিন আমার ভায়ের রক্তের স্রোত এসে আমার দুয়ারে পৌঁছবে; সেই রক্তের স্রোতে আমাকেও ভাঁসতে হবে।
সুতরাং মৃত্যু পথযাত্রী আত্মা হিসেবে আমাদেরেক এগিয়ে যেতেই হবে। পিছিয়ে থাকার সুযোগ নাই। তাই দুর্বল হয়ে ঘুমিয়ে থাকার চাইতে, জেগে উঠে ভাইদের পাশে দাঁড়ানোর সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

এই সংগ্রামের পথে অনেক গুলো স্বতেজ প্রাণকে তারা নিস্তেজ করে ফেলেছে। নির্যাতনকারীদের সংখ্যা একেবারেই অল্প হলেও তারা নিজেদের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ। আমাদেরকেও স্বার্থের প্রশ্নে এক হতে হবে। আমরা দুরে দুরে থাকার কারণে নিজেদেরকে দুর্বল মনে হচ্ছে। তবে এই দুর্বলরা যখন একতা নিয়ে মৃত্যুকে গ্রহণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন তারা পালানোর জায়গা খুঁজে পাবে না। 


No comments

Theme images by Roofoo. Powered by Blogger.