Header Ads

প্রধান অতিথির আসন গ্রহণ

১.

আমার এলাকার মধ্যে আজ পর্যন্ত অনেক গুলো সমাবেশ হয়েছে, সমাবেশের প্রধান অতিথী হিসেবে যারা এসেছে , তারা সবাই দেশ এবং বিদেশে বিখ্যাত ব্যক্তিত্ব। আজকেই সমাবেশে তাদের কাউকে দাওয়াত দেয়া হয়নি। বরং তাদের স্থলে আমাকে প্রধান অতিথী হিসেবে দাওয়াত দেয়া হয়েছে।

মহানগরের প্রতিটি বৈদ্যুতিক খাম্বার সাথে চারটি করে মাইক বাঁধা হয়েছে। আজকে ইতিহাস রচনা হতে যাচ্ছে।

প্রধান অতিথীর আসন গ্রহণের পর থেকে এখন পর্যন্ত যতক্ষন চেয়ারে বসে আছি, নিজের মধ্যে একটা নষ্টালজিয়া কাজ করছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না।

খেলোয়াড়দের মতো করে দুই হাত সামনে নিচ্ছি আবার পিছনে নিচ্ছি বেশ যোশ অ্যাটিটিউড নিয়ে চেয়ারে বসার সৌভাগ্য হওয়চায় আনন্দ উৎযাপন করছি।

অনেকটা সময় চলে যাচ্ছে, একের পর এক বক্তার নাম ঘোষণা হচ্ছে, বক্তারা আসছে আর বক্তব্য প্রদান করছে। আমি অস্থির হয়ে বসে আছি, অথচো আমার নাম ঘোষণা করছে না। বলতে গেলে আমি বড়ই উতলা হয়ে পরেছি।




জীবনে অনেক চেয়ারেই বসেছি, এই চেয়ারটাও ঠিক অন্যান্য চেয়ারের মতোই কাঠের তৈরী, তবে এটাতে বসার পরে বুঝতে পারছি সব চেয়ার এক নয়। চেয়ার জায়গা ভেদে ভিন্ন রুপ ধারণ করে।

কি কারণে প্রধাণ অতিথি হিসেবে আমাকে গ্রহন করেছে, সেটাই এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি আসলেই প্রধান অতিথীর আসনে বসার মতো যোগ্য কেউ; নাকি আমাকে অন্য কোন কারণে এখানে বসানো হয়েছে।

এতক্ষনে আমার নাম ঘোষণা করা হলো। অন্যরা যখন বক্তব্য দিচ্ছিলো তখন আমার নাম কেন ঘোষনা করছেনা সেটা নিয়ে ভাবছিলাম;আর এখন নাম ঘোষনার পরেই কেন জানি শরীরের মধ্যে কেমন করে উঠলো, গলাটা শুকিয়ে আসছে, আরো কয়েকবার আমার নাম ঘোষণা করা হয়েছে, এইদিকে আমি এখনো বসে আছি।

এরপরে কি হয়েছে তা আমার জানা নেই, কিছুক্ষণ আগে ডাক্তার এসে বললো ভয়ের কোন কারণ নেই, নার্ভাস হলে এমনটা হয়। এরপরেই কিছু ঔষধ লিখে দিয়ে বললো ঔষধ গুলো সময় মতো খাবেন তাহলে ব্যাথাটা খুব দ্রুত চলে যাবে। আর আগামী ১৫ দিন আপনাকে হাসপাতালেই থাকতে হচ্ছে।

ও হ্যাঁ আপনার চিকিতসা ব্যয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। আমার চিকিতসা ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে কেন, এর জবার খোঁজার আগেই নেকাব পরিহিতা এক ভদ্র মহিলার আগমন। ডাক্তার চলে গেছে, আমার আশেপাশে কেউ নাই; এখন দেখছি ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে আসছে।

২.

সেই কমিটির স্টেজটা নাকি ভেঙ্গে পরেছিলো। ব্যাথার মধ্যেও নিজেকে কিছুটা শান্তনা দেয়া সম্ভব হচ্ছে, যাক এইবারের মতো আল্লাহ তায়ালা স্টেজের মাধ্যমে আমার মান সম্মান বাঁচিয়ে দিয়েছে।

মনে মনে অনেকবার কানে ধরলাম, আর কোনদিন যোগ্যতা ছাড়া কোন চেয়ারে বসবো না।............

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.