১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুসলমানদের করনীয়
ইসলাম ভালো কাজে মানুষকে উৎসাহিত করেছে। আর খারাপ কাজের জন্য রেখেছে স্থায়ী শাস্তির ব্যবস্থা।তাই আপনি যা কিছু করছেন তা একটু ভেবে চিন্তে তারপরেই করেন।কেননা আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি;তাহলে আপনার আমার জন্য পরকাল নামক একটি স্পষ্ট সত্য বিষয় অপেক্ষা করছে।
আপনি ভাবতে পারেন ভালোবাসা দিবসে গরিবদের পাশে দাঁড়াবেন,এয়াতিম শিশুদেরকে পেট পুরে খাওয়াবেন।আপনার যদি এসব করতে হয় দুই দিন আগে বা দুই দিন পরে করেন তাহলেইতো হয়।আপনার ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়ে আপনার এতো উদার হওয়ার কোন কারণ নেই।মুল কথা আপনাকে আপনার নিজ ধর্মের অস্তিত্ব বহন করতে হবে।অন্য ধর্মের অস্তিত্ব বহন করার জন্য ইসলাম আপনাকে বলেনি।
অন্য ধর্মের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে,তাদের ধর্মের সাথে জড়িত বিষয় গুলো আপনার মানতে হবে এমন নয়।মুল বিষয় হচ্ছে আপনি অন্য ধর্মে আঘাত করবেন না, তাহলেই আপনার নিজের এবং অন্যদের জায়গাটা ঠিক থাকবে।
খ্রীষ্টান ধর্মের অনুসরীদের কাছে এই দিনের গুরুত্ব থাকতেই পারে। কারণ এটি তাদের ধর্মের স্যাক্রিফাইসের কথা মানুষেকে মনে করিয়ে দেয়।
এরপরেও কিছু মানুষ অতি উৎসাহী হয়ে ভালোবাসা দিবসের বিপক্ষে দাঁড়িয়ে খ্রীষ্টান ধর্মে আঘাত করে বসে।এটি ঠিক নয়।আপনি মুসলমান ইসলাম আপনাকে অন্য ধর্মে অঘাত করার অধিকার দেয় নি। যেমন অধিকার দেয়নি অন্য ধর্মের সাথে একাত্বতা প্রকাশ করতে।
১৪-০২-২০১৮, ভালোবাসা দিবস নাকি বেহায়াপনা, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার নামে অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে তারা।
No comments