Header Ads

সময় নেই

বোরহান ভায়ের সাথে দেখা; ভাইকে একটু দাঁড়াতে বললাম, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো।তিনি  আমাকে বললেন;ভাই সময় নাই, কাজ আছে, পরে দেখা হবে।

বুরহান ভাই এতো কষ্ট করে পরিশ্রম করছেন কি কারণে।

 ভাই আর বলিয়েন না, বিয়ে করবো; পরে কথা হবে!

বিয়ের কিছুদিন পরে আবার দেখা, ভাই কি অবস্থা। উনি আবার বললেন, সময় নাই কাজ আছে। 

বুরহান ভাই এতো কাজ করেন কেন। 

আর বলিয়েন না; বিয়ে হয়েছে না;তাই আরকি এতো কষ্ট করতে হচ্ছে।


কি বলেন, ভাই কিছু বুঝলামনা, বিয়ের আগে বললেন, বিয়ে করবেন সে জন্য কষ্ট করছেন, এখন বলেন বিয়ে হয়েছ সেজন্য কষ্ট করছেন। কি ভাই, আপনার কষ্ট কি কখনো শেষ হবে না।

বুরহান ভাই বললেন, শেষ হবে ভাই, মরলেই শেষ হবে।

না ভাই মরলেই আসল কষ্ট ভোগ করবেন।আপনাকে কতদিন থেকে বলছি, একটু সময় দেন গুরুত্বপূর্ণ কথা আছে, কখনো সময়ই দিলেন না। সব সময় কাজ কাজ করে দৌড়ের উপরে থাকলেন। আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পরেন নি। আর বলছেন মরলেই শান্তিতে থাকবেন। একবার কবরে গিয়ে দেখেন ফেরেশতারা আপনাকে কি পরিমানে দৌড়ের উপরে রাখে। দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবেন।

ঠিকই বলেছেন ভাই; কাজ কাজ করে, আল্লাহর রাস্তায় সময়ই দেয়া হয় না, কিছু নসীহত করেন।-ভাই প্রথমত  এতোদিন যে গোনাহ করেছেন, আল্লাহ বিমুখ ছিলেন সে জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করেন।(অনুশোচনা, প্রত্যাবর্তন, আল্লাহমুখী হওয়া, ক্ষমা প্রার্থণা)

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.