ভাষার বহিঃপ্রকাশ
আপনার সন্তানকে ইংরেজী মিডিয়ামে ভর্তি করলেন,নাকি বাংলা মিডিয়ামে;তাতে কিছুই যায় আসে না।
প্রতিটি বাবা মায়ের কাছে অনুরোধ,সন্তানের ভাষা বুঝতে চেষ্টা করুন!সকাল বিকাল পড়া-পড়া করে তার শিশুকালটা নষ্ট করবেন না।
ছোট থেকে তাকে আচরণ প্রকাশের ভালো ভাষা শিক্ষা দিন।বড় হয়ে তাহলে ভালো আচরণ করবে।ভালো ভাষায় কথা বলবে।
টিফিন দেয়ার সময় একটু বেশি করে দিন যেন বন্ধুদেরকে নিয়ে একসাথে খেতে পারে।কম হলেও সমস্যা নেই।শুধু কাউকে দিতে নিষেধ করবেন না তাহলেই হবে।
মনে রাখবেন- Parents bear the sacred responsibility of illuminating their children's minds with the brilliance of goodness.
আজকে যে ভাষায় কথা বলবেন কালকে আপনার সন্তান ঠিক সে ভাষাতেই কথা বলবে।যদি শিক্ষা দেন কাউকে কোন কিছু দিতে হয় না।তাহলে বড় হয়ে একদিন ঠিক আপনাদের সাথে এই আচরনেরই বহিঃপ্রকাশ করবে।আপনাদের ভরনপোষণের দায়িত্ব সে কখনোই নিবেনা। যার ফলস্বরূপ প্রতিদিন অসংখ্য বাবা-মা সন্তানদের কাছ থেকে বিতাড়িত হচ্ছেন।
যেহেতু প্রত্যেক পিতামা আদর্শ, সৎ-নিষ্ঠাবান ও উত্তম সন্তানের প্রত্যাশা করে। তাই মা-বাবাদের উচিত এমন সন্তানের জন্য দোয়া করা।
পবিত্র কোরআনে বলা হয়েছে, رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দিন।(সুরা সফফাত, আয়াত : ১০০)
আমরা যদি পিতামাতা হিসেবে নিজের কর্তব্যের প্রতি যত্নশীল হতে পারি; তাহলে সন্তানরাও বড়ো হয়ে আমাদের যত্ন নিবে।
No comments