Header Ads

আপনার খুশি কোথায়; যেখানে আপনিই নাই

অনেকের ধারণা তাদের ইচ্ছের বাইরে তাদেরকে দুনিয়াতে নিয়ে আসা হয়েছে, এবং তারপরে তাদের ইচ্ছের বাইরে বড় করা হয়েছে।

মানুষের একে অপরের সান্নিধ্য দরকার। আপনি যদি মনে করেন, আপনার জন্মটা বৃথা তাহলে ব্যাপারটা খুব সহজ, যে আপনি নিজেকে অস্বিঃকার করছেন। আপনি অস্তিত্বহীন, আপনার ধারণা যতোগুলো মানুষের জন্ম হয়েছে তার সবটাই বৃথা।

আপনি যে ধারণা পোষণ করেন, সে ধারণা অনুযায়ী আপনি কোন সন্তানের জন্ম দিবেন না। অথচো সন্তান জন্মের জন্য বৈধ যে উপায় রয়েছে, তা হচ্ছে বিবাহ, আর সেটা কিন্তু আপনি সম্পন্ন করেন, বা অবৈধ পন্থাটা গ্রহণ করেন।

আপনি শারিরিক চাহিদার ব্যপারে দ্বিমত পোষন করেন না। কারণ হিসেবে আপনি বলবেন এটা আপনার ইচ্ছার বিষয়।

না, এটা আপনার ইচ্ছাধীন বিষয় হতে পারে না, আপনি জন্মে বিশ্বাস করেন না, তাহলে আপনার পার্টনারকে কল্পনা করেন কোন বুদ্ধিতে।

আপনি আসলে কিছুই বুঝেন না, মানুষের মধ্যে কারণ ছাড়াই নতুন একটা ফালতু ধারণা ঢুকিয়ে দিতে চান। কিন্তু নিজেই  সে ধারণার ব্যাখ্যা জানেন না।

মুলত নিজ অস্তিত্বের জানান দিতেই অস্তিত্বহীন ধারণা নিয়ে হাজীর হয়েছেন। আপনি যদি অস্তিত্বহীনতায় বিশ্বাস করতেন তাহলে নিজ অস্তিত্বকে বিলিণ করে ফেলতেন। আসলে আপনি একটা অস্তিত্বহীন নিতির অস্তিত্ব খুঁজছেন। যেদিন এই ব্যাপারটা আপনার মাথায় ঢুকবে, সেদিন ভুলটা বুঝতে পারবেন।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.