Header Ads

প্রতিটি বিষয়ে স্বচ্ছ জ্ঞান রাখা আবশ্যক

মুসলমানের রক্ত যার শরীরে আছে সে কিভাবে পুজা মন্ডপে আনন্দের সাথে উপস্থিত হতে পারে। অথচো এর চাইতে অধিক আনন্দ নিয়ে তার আল্লাহ তায়ালার দরবারে হাজীর হওয়ার কথা ছিলো। আমরা সময়ের গতির সাথে ইসলাম থেকে বিপরীত দিকে চলে যাচ্ছি। সময় যেমন চলে যাচ্ছে, আমাদের নেক কাজ থেকে পাপ কাজের দিকে আকর্ষন বেড়েই চলেছে।

আমরা বাবার সুন্দর পরামর্শ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করি। অথচো যে কোন বন্ধু বা বড়ো ভাইয়ের ডাকে অন্যায় কাজে ঝাঁপিয়ে পরতে কোন দ্বীধা করি না। বরং অন্যায় কাজটা কঠিন আগ্রহ নিয়ে করি। বলা যেতে পারে এই অন্যায় কাজ গুলো যেন আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমাদের মতো আহাম্মক পৃথিবীতে আর কোন প্রাণী কি আছে, যারা এতোটা গন্ডমুর্খের মতো কাজ করে। অন্য কোন প্রানীকে খুঁজে পাওয়া যাবে না এটা শতভাগ নিশ্চিত। প্রত্যেকটা প্রানীর আলাদা আলাদা সৌন্দর্য্য আছে। অথচো আমরা আমাদের সৌন্দর্য্যকে বিষর্জন দিচ্ছি দিনের পর দিন।

হিন্দু ধর্মে বিশ্বাসীরা পূজা পালন করবে, মন্ডপে যাবে, এটা তাদের ধর্মের অংশ। অপরদিকে আমি, আপনি মুসলমান, সুতরাং আপনার আমার আনন্দ নিয়ে মসজিদে উপস্থিত হওয়ার কথা। কিন্তু আমরা আমাদের করণীয় সম্পর্কে একেবারেই বেখবর জীবন অতিবাহীত করছি। আমাদেরকে সচেতন হতে হবে, ইসলামের বিধি-নিষেধের ব্যপারে সতর্ক থাকতে হবে। সর্বদা আল্লাহ তায়ালার ইবাদাতে নিজেদেরকে মশগুল রাখতে হবে।


No comments

Theme images by Roofoo. Powered by Blogger.