Header Ads

মেধার অপচয় আর অপব্যবহার এক নয়

আল্লাহ তায়ালা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, এক অসমান্য মেধার অধিকারী করে। পৃথিবীর সকল প্রানীর মধ্যে মানুষের মেধার গুরুত্ব বেশি।মানুষ অন্যন্য প্রানীকে নিজেদের মেধা দিয়ে পরিচালিত করতে সক্ষম;যার কারণ মানুষকে সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। 

তবে অনেক সময় এই মানুষই অন্য মানুষের দ্বারা হাইলি মোটিভেটেড হয়ে অন্য প্রানীদের পর্যায়ে নিজেরকে নিয়ে যায়।


আপনি ততক্ষন পর্যন্ত স্বাভাবিক মানুষ, যতক্ষন অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে তার সাথে তাল মিলানোর চেষ্টা করা থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম। তবে এই কাজটি সবার পক্ষে সম্ভব না। আমাদের মানব সমাজের জীবনধারা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে পৃথিবীতে আসার পর থেকেই।


আর এই সিস্টেমেই আমরা অন্যকে নিজেদের আইডল মনে করি। তাদের পিছনে আঠার মতো লেগে থাকি। অবশ্য আঠা হয়ে লেগে থাকার জন্য অনেক তেল খরচ করতে হয়। যে কোন মুল্য তাদের পাশে জায়গা ধরে রাখতেই হবে। এই তেল ব্যবহার করাকে আমরা মেধার অপচয় বলতে পারি।

ভালো কিছুর পক্ষে না লিখে আমরা নিজেদের মেধাকে অন্যায়ের পক্ষে লেখার কাজে নিয়জিত রাখি। এই অন্যায়ের পক্ষে থাকতে গিয়ে অন্যায়পথে মেধাকে ব্যয় করি। যা একটা অন্যায়।


অনেক সময় অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে নিজে অন্যায় চিন্তা করি, এবং সেটা মানুষের উপরে চাপিয়ে দিতে চেস্টা করি, আমরা নিজেরদের মেধাকে সঠিক কাজে না লাগিয়ে একে মন্দ কাজে লাগিয়ে এর অপব্যবহার করি।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.