Header Ads

বন্যার্তদের সহয়তার ক্ষেত্রে আমাদের করণীয়

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য মানুষের আগ্রহ এমন পর্যায়ে গেছে, আসলে অবিশ্বাস্য।দেশের এমন কোন এলাকা নাই, যেখানে বন্যার্তদের জন্য টাকা কালেক্ট করা হচ্ছে না। প্রত্যেকটা গ্রামের মানুষ তাদের জায়গা থেকে যতটুকু সম্ভব অর্থ প্রদাণ করছে।

আমাদের দেশের যে কোন সমস্যার সমাধানে মানুষ অর্থনৈতিক সাপোর্ট দিতে কার্পণ্য করবে না, এটা তার উত্কৃষ্ট উদাহরণ।

এরপরেও কিছু সুযোগ সন্ধানী মানবিকতাশুন্য লোকজনের উপস্থিতি তো থাকবেই। আমাদেরকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।

বর্তমানে টাকা উত্তলোনের জন্য ভিন্ন এলাকার মানুষজনকে আসতে দেখা যাচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই টাকা গুলো বন্যার্তদের জন্য নয়, বরং নিজেদের জন্য উঠাতে আসছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে টাইমলাইনটা একটু স্ক্রল করলেই দেখতে পাবেন, বর্তমানে ট্যুর আর ছবি তোলার একটা মৌসুম চলছে। যেখানে মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেখানে তারা নিজেরাই নৌকায় উঠে, বন্যাকবলীত মানুষের পাশে না দাড়িঁয়ে, মনের খুশিতে ঘুড়ে বেড়াচ্ছে।


আপনি দিলেন বন্যার্তদের জন্য, কিন্তু তা বন্যার্তদের কাছে পৌঁছলনা।অপরিচিত কাউকে টাকা দিলে, এমন ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।

এইক্ষেত্রে আপনার আমার করনীয় হচ্ছে, অন্য এলাকার কাউকে টাকা না দিয়ে, নিজের এলাকায় যারা টাকা উঠাচ্ছে, তাদের মধ্যে বিশ্বস্তদের হাতে তুলে দেয়া।মূলত আমাদের নিশ্চিত করতে হবে,আমাদের সহায়তা যেন বন্যর্তদের কাছে পৌঁছা্য়।



No comments

Theme images by Roofoo. Powered by Blogger.