পর্দার ব্যাপারে উদাসীনতা আর না
ফেসবুক স্ক্রল করলে বিভিন্ন ধরণের পোষ্ট চোখে পরে, একদিন একটা পোষ্টে দেখি, এক ভাই একটা পুরাতন আর একটা নতুন, মোট দুইটা পাঁচ টাকার নোট পাশাপাশি রেখে ছোট করে পর্দার গুরুত্ব তুলে ধরেছে। দুইটা নোটই ২০০৯ সালের, কিন্তু একটা নোট কারো কাছে সযত্নে ছিলো আর একটা বাজারে আদান প্রদান হয়েছে। এখানে বাজারে ব্যবহৃত টাকা পুরাতন হয়েছে, আর নতুনটা সুন্দরই আছে, ঠিক আগের মতো। সুতরাং যারা পর্দা করে আর যারা পর্দা করেনা তাদের পার্থ্যক্য এই টাকার মতোই।
এক সুশীল মহিলা কমেন্ট করেছে, তার মতে টাকা পুরাতন হোক কিংবা নতুন হোক দুইটাই পাঁচ টাকা, দুইটাকা দিয়ে কিন্তু ত্যানাত্যানা হয়ে যাওয়া পাঁচ টাকা কিনতে পাওয়া যাবে না। তার হিসেব, কেউ পর্দা করুক আর না করুক দুজনই মেয়ে, এবং তার মতে দুজনের মুল্য একই রকম।চরিত্রহীন ছেলেরা যেমন পবিত্র মেয়েকে চায়। তেমন সম্ভ্রম হারানো মেয়েরাও চরিত্রবান ছেলেকে চায়; কিন্তু তারা মনের কথা প্রকাশ করে না।
এর বাইরে যদি সাধারণ ভাবে চিন্তা করা যায়, তাহলে বলতে হয় একজন মেয়ে কি ২৫ বছরের যুবক ছেলেকে বাদ দিয়ে কোন ৮০ বছরের বুড়োকে বিয়ে করবে; তা কিন্তু করবে না, অথচো দুজনই কিন্তু পুরুষ।
অপরদিকে কোন ছেলে কি ১৮ বছরের মেয়েকে বিয়ে না করে আশি বছরের বুড়িকে বিয়ে করবে তা কিন্তু করবে না!
আমরা মুখের কথায় যে ভাবাদর্শের প্রচার করি;অন্তরে তার বিপরিতে গিয়ে ভালো কিছুর প্রত্যাশা করি। এক কথায় আমরা মূলত মনের কথা মনেই রেখে দিতে বাধ্য হয়। পর্দা করবো না কিন্তু পর্দা করে এমন নারীদেরকে পাওয়ার আকাঙ্খা থেকে বাইরে আসতে পারি না।
সুতরাং আপনি পর্দা করবেন নাকি করবেন না তার সিদ্ধান্ত আপনার, তবে নিজেকে যদি মুসলমান হিসেবে দাবী করতে চান, তাহলে আপনার সিদ্ধান্তকে চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচনায় নিতে পারবেন না। ইসলাম যে সিদ্ধান্ত দিয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ আপনার নাই।পরকাল নামক চরম সত্য অধ্যায়ের প্রতি খেয়াল থাকলে, পর্দার ব্যাপারে যে উদাসীনতা রয়েছে তা পরিহার করতে কোন গড়িমসি আর হবে না।
মূল কথা হচ্ছে পর্দা করা আল্লাহ তায়ালা ও রাসূল (সঃ) নির্ধারিত ফরজ। পর্দা করা ইবাদাত, পর্দার ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করা অর্থাৎ পর্দাকে অস্বীকার করা কুফুরী এবং বেপর্দা হয়ে ঘোরাফেরা করা হারাম।
সুতরাং নারী পুরুষ উভয়কেই পর্দার ব্যাপারে সচেতন থাকতে হবে। পর্দার মতো ফরজ বিধানের বাস্তবায়নের মাধ্যমেই আমরা সভ্য সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।
No comments