Header Ads

জাতীয় সঙ্গীত বদলাতে বাধা কোথায়

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অর্ধশত বছর অতিক্রম করেছে। তবে বাংলাদেশের ইতিহাস সঠিক ভাবে উপস্থাপন করার জন্য কোন ইতিহাসবিদ উদ্যোগ গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। যার ফলে এই দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা আমাদের পর্যন্ত পৌছইনি। দেশের বর্তমান অতীতের মেরুদন্ডহীন চাটুকার প্রজাতির লেখকদের(অসার মেধার অধিকারী) দিকে লক্ষ্য করে বুঝা যায়;এই দেশের ইতিহাসে যাদেরকে ভালো ইমেজে উপস্থাপন করার হয়েছে; এদের মধ্যে প্রায় সবাই দেশের জন্য তাদের অন্তরে ভালো ইমেজ ধারণ করেনি; বরং দেশের প্রতি তাদের আচরণ ছিলো চক্ষুশুল।

এখান জাতীয় সঙ্গীত নিয়ে এতোটা মাতম করার একমাত্র কারণ হচ্ছে, ফ্যাসিস্টের পতনে তাদেরও পতন হয়েছে। তেল দিয়ে তারা যে আখের গুছিয়েছিলো। এখন তার সবই হারানোর সময় এসেছে। 

নদীর স্রোতে ভেঁসে গেলে, মানুষ জীবন বাঁচানোর তাগিদে খরকুটোর সন্ধান করে। বিলাসীতার জীবনকে হুমকির মুখে দেখতে পেয়ে তারাও কোনভাবে একটা ইস্যু পাইলে; সেটাকে নিয়েই মানুষের সামনে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে জাহির করার আপ্রান চেষ্টা করছে। অন্যায়ের পথ থেকে ফেরার পথ আর খোলা নাই; এতোটাই অন্যায়ের সাথে তারা জড়িয়েছে। ভালো হওয়ার সুযোগ দেয়া হলেও এরা অতিত পাপের হিসেব কসতে গিয়ে বুঝতে পারে;এতোটাই অন্যায় করেছে ভালো হওয়ার সুযোগ কাজে লাগানোর অপশন তাদের নাই।

এরাই বিভিন্ন জায়গায় গনজমায়েত হয়ে, দেশের বর্তমানের সামান্য সমস্যাকে ইস্যু বানিয়ে, বৃহত্ সমস্যাতে রুপ দেয়ার চেষ্টা করছে।


চেতনার তেল মাখতে মাখতে তারা এখন উন্মাদ; বারবার ভিন্ন ভিন্ন রুপ ধারণ করছে, এইবার তারা সঙ্গীতলীগ! এরা দেশের জন্য কিছু না করলেও, অন্য দেশের তাবেদারী করতে খুব সচেতন।

রবী ঠাকুরের কোন কোন অবদানের জন্য তার গান আমাদের জাতীয় সঙ্গীত এই প্রশ্নটার সদুত্তর দেয়ার মতো কাউকে পাওয়া যাবে না।

চাটুকারদের কেউ যদি তার অসার জ্ঞানের অসার যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে, তারপক্ষেও এই প্রশ্নের জবাব দেয়ার জন্য সলিড কোন যুক্তি তুলে ধরা সম্ভব হবে না।বরং ঠুনকো কথা বলে জল ঘোলা করার চেষ্টা করবে। এরা দেশের অস্তিত্বকে হৃদয়ে ধারণ করে না, এদের হৃদয়ে অন্য দেশের অস্তিত্ব বিরাজমান!


একটা গান যে গানের কথাতে আপনার আমার শরীরের মধ্যে দেশের প্রতি মমত্ববোধ জাগ্রত করতে পারে না। সে গানকে পরিবর্তনের সুযোগ আছে বলার পূর্বেই মনে হয়, তার জমীদারী প্রথার কথা। জমীদারদের কাজই ছিলো মানুষকে শোষণ করা। এই এলাকার মানুষের জন্য তার মনের মধ্যে কোন জায়গা ছিলো না;বরং যা ছিলো তার সবটাই ঘৃণা।অথচো তার প্রেমে বিভোর অন্ধ দার্শনিকরা মনে করে সেগুলোর সবই মিথ।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.