প্রতিবাদী হতে পারলাম না
তার গায়ের জামাটা একটি টান দিয়ে ছিড়ে ফেললাম।আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে; হ্যাঁ শুধু অবাক হয়েই তাকিয়ে আছে।যার জামা ছিঁড়েছি সে তো ক্ষিপ্ত;সে আমাকে এখন আঘাত করার জন্য হাত বাড়িয়েছে।
আমি এটাই তার কাছে একটু আগে প্রত্যাশা করছিলাম।যখন আমি নির্যাতিত হলাম তখন আমার পাশে দাঁড়িয়ে এই ব্যক্তি নিরব ভুমিকা পালন করলো।
We often build walls around ourselves, isolating us from the interconnectedness of humanity.
আমাদের দেশে বর্তমানে যে সকল দৃশ্যপটের দেখা মেলে, সে হিসেবে এটাই নাকি সভ্যতা।সভ্যতার ছোঁয়া পেয়ে মানবের মন পরিসুদ্ধ হয়।অথচো আমাদের মন হয়েছে দিনকে দিন ভীত। আমাদের পাশেই একজনের প্রতি অন্যায় করা হচ্ছে। অনেক সময় শারীরীক ভাবে লাঞ্চিত করার ঘটনাও ঘটছে। অথচো এটা দেখার পরেও আমি আপনি নিরব; যেন আমাদের আশে পাশে কোন ঘটনাই ঘটেনি; চারিদিকে শান্তি আর শান্তি।
Actually, we often focus only on ourselves and ignore others.আমাদের নিজের উপরে যখন আঘাত আসে তখনই কেবল বুঝতে পারি, মনে মনে চিন্তা করি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। এর থেকে স্পষ্ট হয়, আমি যদি কোন বিপদে পরি, তাহলে সে বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ আমাদের পাশে দাঁড়াবে না।
এইভাবে চলতে পারে না। আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতেই হবে। এখনই নির্যাতিতদের পাশে দাঁড়ান; না হলে মনে রাখেন,আজকে আমার সাথে যা হচ্ছে কালকে আপনার সাথে যে এর চাইতে জঘন্য কিছু ঘটবে না তার কোন গ্যারান্টি দেয়া সম্ভব না। সুতরাং আপনাকে একটা ইউনাইটেড শক্তির মধ্যে থাকেতেই হবে।
আজকে যা খারাপ তাকে যদি খারাপ মনে না করেন; তাহলে কালকে এই খারাপটা আর খারাপ থাকবে না; এটা প্রচলিত হয়ে সমাজে ছড়িয়ে যাবে। এবং এগুলো যদি কালকে প্রচলিত হয়ে যায় তাহলে খারাপ বলার কোন উপায় থাকবে না।এখন তো নিরিবিলি ঘেউ করার সুযোগ পাচ্ছেন; কিছুদিন গেলে ঘেউ তো দুরের কথা মনের মধ্যে ক্ষোভের কোন অস্তিত্বের জায়গা রাখেতে পারবেন না।
No comments