Header Ads

প্রথম আলোর ব্যবসায় লাল-বাতি

ব্যবসায় লাল বাতি মানে বিপদ-চিহ্ন অর্থাৎ উক্ত-ব্যবসায় সকল অশুভ লক্ষ্যণ দেখা দিয়েছে। যাকে বলে গনেশ উল্টানো, মানে এই ব্যবসার আর কোন ভবিষ্যত নাই। অথচো প্রথম আলো ব্যবসা করছে লাল বাতিকে কেন্দ্র করে। এরপরেও এদের ব্যবসায় লাল বাতি জ্বলছে না। বরং ভুলে ভেঁপে উঠেছে খুব দ্রুত।

প্রথম আলোর রিসোর্স ক্যাপাসিটি তাদেরকে বাঁচিয়ে রেখেছে। মাঠে টিকে থাকতে হলে আপনাকে প্রতিযোগীদের সাথে কম্পিট করার চিন্তা বাদ দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে কেউ আপনার প্রতোযোগী না থাকে।

আমাদের দেশে প্রথম আলোর চাইতে ভালো মানের পত্রিকা আসলেই নাই, এটা অস্বীকার করার কোন ওয়ে নাই। প্রথম আলো পাঠকদের কাছে যেভাবে পৌঁছে গেছে সে হিসেবে অন্যন্য সংবাদ মধ্যমগুলোকে বাচ্চা হিসেবেই গন্য করতে হয়। বামরা আমাদের দেশে নেতৃত্ব দিচ্ছে আর আমরা যারা নিজেদেরকে ডান  হিসেবে দাবী করছি, তারা নেতৃত্বের ব্যপারে বড়োই উদাসীন।

আমরা কোন কিছুর বিপক্ষে দাঁড়ানোর কথা মাথায় আসলেই তৎক্ষণাৎ প্রতিবাদ করি- 

আমাদের প্রতিবাদের ভাষা একটাই, যা রাজপথে স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ।প্রতিটি সমস্যার সমাধান রাজপথে খোঁজা বোকামি ছাড়া আর কিছুই নয়। 

আমরা কেন জানি সাময়িক সাফল্যের পিছনে ছুটতে আগ্রহী। অথচো আমাদের গোল গুলো অনেক ভেবে চিন্তে সেট করা প্রয়োজন। কোন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে হতাসা প্রকাশ করার মধ্যে কোন সার্থকতা নেই। বরং সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে সেখান থেকে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমেই আসবে প্রকৃত সাফল্য।

প্রথম আলোর হলুদ সংবাদ থেকে পাঠকদেরকে মুক্তি দিতে হলে, প্রথম আলোর চাইতে ভালো পত্রীকা পাঠকেদের কাছে পৌঁছে দেয়া ছাড়া আর কোন রাস্তা নাই।

প্রথম আলোর অনেক অনেক রিসোর্স আছে যা এদেরকে একটা শক্তিশালী পজিশনে দাঁড় করিয়েছে।সে পজিশন থেকে নামাতে হলে তাদেরকে গোনায় না ধরে; দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সচেতন নাগরীকদেরকে নিয়জিত করে, নিজেদের সর্বচ্চটুকু ঢেলে দিয়ে অনন্য রিসোর্স সম্পন্ন একটি পত্রীকার অবির্ভাব ঘটাতেই হবে।

পাঠকরা অন্য প্লাটফর্মে বস্তুনিষ্ঠ সংবাদের খোঁজ পেলে প্রথম আলোর মাঝখানে যে লাল বাতিটি আছে সে বাতিটি আসলেই জ্বলে উঠবে। প্রথম আলোর ব্যবসায় লাল বাতি জ্বলবে অতি নিকট সময়ের মধ্যে সেটাই  প্রত্যাশা।

No comments

Theme images by Roofoo. Powered by Blogger.